Thursday, August 21, 2025
HomeScrollছোট্ট কালো টপে বোল্ড লুকে মনামী

ছোট্ট কালো টপে বোল্ড লুকে মনামী

কলকাতা: টলি ক্যুইন মনামী ঘোষ (Monami Ghosh)। ফিল্মফেয়ারের রেড কার্পেটে মনামীর ফ্যাশনে (Monami Ghosh’s Fashion) সকলেই চমকে গিয়েছিলেন। এবার তাঁর ফ্যাশনের আগুনে চৈত্রে কয়েকগুন তাপমাত্রা পারদ বাড়াল। বং ডিভার গ্ল্যামার দেখে প্রেমে পড়েলেন অনুরাগীরা।

নিজের সাজপোশাকে সবসময়ের অভিনবত্ব ফুটিয়ে তুলে তাক লাগাতে মনামী ঘোষের। মনামী বরাবরই ফ্যাশন সচেতন। এক সুন্দর লুক নিয়ে এক অনুষ্ঠানে হাজির হয়ে ছিলেন মনামী। সেই সাজে ৪০-এর মনামী যেন বছর ২০-এর কিশোরী। মনামী এই লুকটি ক্রিয়েট করার সময়ে সুন্দর কিছু আউটফিট বেছে নিয়েছিলেন, যা প্রত্যেককেই মুগ্ধ করেছিল।মনামী পরনে ছিল কালো রঙের ডিপকাট ক্রপটপ, গ্রে কালারের ট্র্যাকপ্যান্ট, সঙ্গে মানানসই কালো জ্যাকেট। অভিনেত্রী এই পোশাকের সঙ্গে মানানসই স্টেটমেন্ট জুয়েলারিও পরতে ভোলেননি ‘ব্ল্যাকলেডি’ লুকে নজর কেড়েছেন। অভিনেত্রীর গ্ল্যাম লুকে যেন চোখ ঝলসে যাওয়ার জোগাড়। তাঁর তাক লাগানো এক্সপ্রেশন এবং কিলার পোজ দেখে ভক্তদের মনে ঝড় তুলেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Monami Ghosh (@monami_ghosh)

অন্য খবর দেখুন

Read More

Latest News